বসুন্ধরা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মানিক
আপলোড সময় :
০৮-১০-২০২৪ ১১:০৬:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১০-২০২৪ ১১:০৬:১১ অপরাহ্ন
বসুন্ধরা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মানিক
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক বার্তায় বলা হয়, সুনামগঞ্জে ছাত্র-জনতার গণআন্দোলনে হামলা আক্রমণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ সেপ্টেম্বর একটি মামলা করেন আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আহমদ। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন এমপিসহ ৯৯ জনকে আসামি করেন। এ মামলায় মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র্যাব।
ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে গিয়ে গত ৪ অগাস্ট গুলিবিদ্ধ হন জহুর আহমদ। এ ঘটনায় পরে মামলা করেন তার ভাই হাফিজ। তাদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামে।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর সাবেক মন্ত্রী-এমপি ও শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় মহিবুর রহমান মানিকও গ্রেপ্তার হলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স