ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে বিক্রি করে অধিক মুনাফা আয় করে ৷

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০১:৪২:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০১:৪২:৪৭ পূর্বাহ্ন
মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে বিক্রি করে অধিক মুনাফা আয় করে ৷ মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে বিক্রি করে অধিক মুনাফা আয় করে ৷
গত ২৪ ১০ ২৪ রোজ বৃহস্পতিবার কিছু সংখ্যক সাংবাদিক কুমিল্লা জেলা দেবিদ্বার থানা মাশিকাড়া মাজার গেট ধামতিা বাজার মনিটরিং করে মেয়াদ উত্তীর্ণ পণ্যের উপর নতুন মোড়ক ব্যবহার করে। নতুন মোরকের গায়ে মূল্য নেই এমন কিছু পণ্য চিহ্নিত করা হয়। দোকানদারকে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসে আসল তথ্য যাহা পরে জানতে করলাম যে তিশা কোম্পানির এই পণ্যগুলো মাশিকাড়া গ্রামের রমজান সরকার নামে একজন লোক এজেন্ট হিসেবে এই পণ্য গুলি বাজারজাত করছে। রমজান সরকারের অনুসন্ধান করতে তার বাসায় যায় সেখানে গিয়ে দেখতে পায় রমজান সরকার ডেমেজ পণ্যের  এর উপর  মূল্যবিহীন স্টিকার লাগাচ্ছে এবং তার সাক্ষাৎকার নিতে গিয়ে সে নিজে নিজের ভুল স্বীকার করে আরো সে বলে কোম্পানি ড্যামিজ পণ্য পরিবর্তন করে দেয় না তার পরিবর্তে তাকে ২% দিয়ে দেয়। এবং মূল্য বিহীন যা স্টিকার প্রয়োজন তা দিয়ে দেয়। এ পণ্য গুলি খেয়ে আমাদের সমাজের শিশুরা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে এলাকাবাসী এর আইনগত ভাবে সুস্থ বিচারের দাবি জানায়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ