ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা দ্য বেস্টে মেসির মনোনয়ন পাওয়া নিয়ে বিতর্ক

ফিফা দ্য বেস্টে মেসির মনোনয়ন পাওয়া নিয়ে বিতর্ক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৫:৩১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৫:৩১:৩১ অপরাহ্ন
ফিফা দ্য বেস্টে মেসির মনোনয়ন পাওয়া নিয়ে বিতর্ক
বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়, কোচ এবং দলের স্বীকৃতি প্রদানকারী ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এ তালিকায় স্থান করে নিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ইন্টার মায়ামির হয়ে নিজের অভিষেক মৌসুম শেষ করার পরও মেসির এই পুরস্কারে মনোনয়ন পাওয়া ভক্তদের অবাক করেছে।

এ বছরের অ্যাওয়ার্ডসে ভক্তদের ভূমিকা আরও গুরুত্ব পেয়েছে। দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার, দ্য বেস্ট ফিফা ওমেন’স প্লেয়ার এবং ফিফা ফ্যান অ্যাওয়ার্ড-এর মতো ক্যাটাগরিতে ভক্তদের ভোট দলীয় অধিনায়ক, কোচ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সমান গুরুত্ব পাবে, যা নিয়ে চলছে আলোচনা।

দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার ক্যাটাগরিতে মেসির পাশাপাশি রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হল্যান্ড এবং উদীয়মান তারকা জুড বেলিংহাম। নারী বিভাগে, স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতি রয়েছেন শীর্ষ প্রতিযোগীদের তালিকায়। তার সঙ্গে রয়েছেন লিন্ডসে হোরান, সালমা পারালুয়েলো এবং ম্যালরি সোয়ানসন।

এ বছর প্রথমবারের মতো ভক্তরা ফিফা ফিফপ্রো মেন’স ও ওমেন’স ওয়ার্ল্ড ১১ নির্বাচন করতে পারবেন। এ ছাড়াও রয়েছে মার্তা অ্যাওয়ার্ড, যা নারীদের ফুটবলে কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং বছরের সেরা গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড।

মেসি বরাবরই ভক্তদের প্রিয়, তবে ইউরোপে অসাধারণ পারফরম্যান্স দেখানো ভিনিসিয়ুস ও রদ্রিগোর সঙ্গে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এছাড়াও লাউতারো মার্তিনেজের মনোনয়ন না পাওয়াকে ভক্তরা ভালো চোখে দেখছে না। অন্যদিকে, নারী বিভাগে বোনমাতি বিশ্বকাপ জয়ের পর স্পটলাইটে থাকলেও, কিরা ওয়ালশ এবং সোফিয়া স্মিথের মতো তারকারা তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

ভক্তদের জন্য ভোট দেওয়ার সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তী বছরের শুরুর দিকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ