ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরের রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা

মিরপুরের রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৬:০৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৬:০৩:০৬ অপরাহ্ন
মিরপুরের রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে পরাজিত হয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভিন্ন এক অভিজ্ঞতা নিলেন আইরিশ ক্রিকেটাররা।

শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুরে রিকশা ভ্রমণের আনন্দ উপভোগ করেন সফরকারী দলটি। এই বিশেষ আয়োজন করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় চড়ার অভিজ্ঞতা ছিল তাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর।

দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। এর আগে হঠাৎ মিরপুর স্টেডিয়ামের চত্বরে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। রিকশাগুলোর প্রস্তুতি দেখে কিছুটা আগ্রহী হলেও কেউ কেউ প্রথমবার চড়ার কারণে কিছুটা ইতস্তত করছিলেন। তবে কিছুক্ষণ পরেই আইরিশ মেয়েরা এই ভ্রমণে মজে যান।

রিকশায় বসে মজা করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটার চালকদের সঙ্গে ছবি তোলেন। রিকশাগুলো পরে মিরপুরের ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়, যেখানে আইরিশ ক্রিকেটাররা ঢাকার ঐতিহ্যবাহী পরিবহনের অভিজ্ঞতা নেন।

উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ আয়ারল্যান্ডের জন্য সিরিজ রক্ষার সুযোগ, যেখানে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।


 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ