ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার এসোর্ট স্পেশালইজড হসপিটালে তিনদিন ব্যাপী

পাবনার এসোর্ট স্পেশাইজড হসপিটালে তিনদিন ব্যাপী ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:২৭:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:২৭:০৮ পূর্বাহ্ন
পাবনার এসোর্ট স্পেশাইজড হসপিটালে তিনদিন ব্যাপী ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন


আব্দুল্লাহ আল মোমিন
পাবনা
 
পাবনার এসোর্ট স্পেশালইজড হসপিটালে তিনদিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।গত (শুক্রবার) সকাল ১১ টায় রোটারী ক্লাব অব গ্রেটার সিডনির উদ্যোগে এবং রোটারী ক্লাব অব এভার গ্রীণ পাবনার সহযোগীতায় ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত ২৫ জন জন্মগত ঠোট কাটা, তালুকাটা, যে কোনো পোড়া দাগ, মুখের বড় ক্ষত দাগ প্লাস্টিক সার্জারীর মাধ্যমে অপরেশনের জন্য আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্প উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন, ডা: মো. ওমর আলী। রোটারী ক্লাব অব এভার গ্রীণের চেয়ারম্যান রোটারীয়ান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারীয়ান রফিকুল ইসলামের সঞ্চালনায় যিনি অপারেশন করবেন পাবনার কৃতী সন্তান শিশু ও প্লাস্টিক সার্জন (অস্ট্রলিয়া) ডাঃ হাসান সারওয়ার মানিক ও তার সহধর্মিনী ডা: সামরেকা সারওয়া কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের পক্ষ থেকে। এ সময় ডা: ইমরান সারওয়ার ও ডা: এমিলিয়া সারওয়ার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা: হাসান সারওয়ার মানিক বলেন, আমি অস্ট্রেলিয়া থেকে এসে এই হসপিটালে কাজ শুরু করি। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর দেশের প্রায় ১৭ হাজার মানুষকে ফ্রি অপারেশন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রোটারীয়ান প্রভাসচন্দ্র ভদ্র্র, রোটারীয়ান জালাল উদ্দিন,রোটারীয়ান রশিদুল হাসান বকুল প্রমুখ। এ সময় চার জন নারী কে চারটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ