ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামপুর থানা, জামালপুর

যমুনা নদীতে ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৫:৫৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৫:৫৬:২০ অপরাহ্ন
যমুনা নদীতে ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে আবদুল হাই নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতি চর এলাকার যমুনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

আবদুল হাই (৬৫) পাথর্শী ইউনিয়নের শশারিয়া বাড়ির গ্রামের মৃত খালেক রহমানের ছেলে। তিনি পাথর্শী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাই শুক্রবার রাতে উপজেলার মলমগঞ্জ বাজারে রাত ৯টার দিকে চা খেয়ে ঘোরাঘুরি করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ সাপধরী ইউনিয়নের প্রজাপতি নামক যমুনা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ (সাইফ) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপতির চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ আবদুল হাই মেম্বারের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে তার মৃত্যুর বিষয়টি জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ