ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র থেকে তেল না কিনলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৬:১০:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৬:১০:৪৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র থেকে তেল না কিনলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসেই শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনতে হবে, না হলে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এই হুমকি দেন। খবর রয়টার্স।

ট্রাম্প তার পোস্টে বলেন, ইইউকে বলেছি, তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হলে আমাদের থেকে তেল ও গ্যাস কিনতে হবে। যদি তা না হয়, তাহলে পুরোপুরি শুল্ক আরোপ করা হবে!

এটি তার আগে থেকে বলার পর, ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ইইউর একজন মুখপাত্র বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি আরও জানান, ইইউ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করছে। কিন্তু, যুক্তরাষ্ট্র যদি তার উৎপাদন বাড়াতে না পারে বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না করে, তবে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বড় ক্রেতা। ২০২২ সালে, ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছে ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের, তবে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের, যার ফলে বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের শঙ্কা বাড়িয়েছে। শুল্ক আরোপ ইইউর অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে, যা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ