কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড হতে এক তথ্য কর্মকর্তার ব্যাগ চুরি❞
কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড হতে এক তথ্য কর্মকর্তার ব্যাগ চুরি❞
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১২-২০২৪ ০৭:৪৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৪ ০৭:৪৮:০৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার খরমপট্রির বাসিন্দা মোহাম্মদ হিমেল মিয়া, তথ্য মন্ত্রণালয়ের তথ্যকর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। গত ২৬/১২/২০২৪ ইং তারিখে তার অফিসিয়াল কাজে কিশোরগঞ্জ হতে ঢাকা যাওয়ার জন্য বিকাল ৩:০০ ঘটিকায় কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ডে অনন্যা সুপার গেটলক বাসে উঠে বসে। বাসের নাম্বার (মেট্রো, ব- ১২-২৮১৪) বাসের সিটে আলাদাভাবে একটি স্যুট ব্যাগ ও প্রয়োজনীয় মূল্যবান জিনিস সম্বলিত কালো রঙের একটি বড় ব্যাগ রেখে টিকিট কাটার জন্য গাড়ি থেকে নেমে কাউন্টারে যায়। এই সুযোগে একজন অজ্ঞাতনামা ব্যক্তি তার বড় কালো ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। টিকিট কেটে বাসে উঠার পর তিনি তার বড় কালো রংয়ের ব্যাগটি অনেক খোঁজাখুঁজি করার পরেও আর পাননি। অল্প কিছুক্ষণ পরেই বাসস্ট্যান্ডের সিসি ফুটেজ চেক করে দেখতে পাওয়া যায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত তথ্য কর্মকর্তার বড় কালো রঙের ব্যাগটি হাতে নিয়ে পালিয়ে যাচ্ছে। ব্যাগটিতে S533E মডেলের Asus ল্যাপটপ যাহার (UPC নং 95553 14339), জাতীয় পরিচয় পত্র পেনড্রাইভ, সোনালী ব্যাংকের ভিসা কার্ড, রুম কার্ড, ২০০০ হাজার টাকা এবং জামা কাপড় ছিল।তথ্য কর্মকর্তার সহোদর বড় ভাই আমাদেরকে জানায় যে, কিশোরগঞ্জ মডেল থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তাধিন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স