কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসতবাড়িতে হামলা থানায় অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসতবাড়িতে হামলা থানায় অভিযোগ
আপলোড সময় :
১৫-০১-২০২৫ ০৪:৪৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০১-২০২৫ ০৪:৪৮:১৬ অপরাহ্ন
মিজানুর রহমান মিন্টু কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইন্দিয়াটারী (মাঠেরপাড়) গ্রামে মোঃ আব্দুল মজিদ (৬৫), পিতা- মৃত ইজিমুদ্দিন, বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে, থানায় অভিযোগসূত্রে প্রাপ্ত খবরে যারা যায় ১। মোঃ আশরাফ আলী (৫০), পিতা- বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ২। মোঃ আব্দুল করিম (৬৫) পিতা- মৃত নছিমুদ্দিন, ৩। মোঃ মহসেন আলী (৪৫) পিতা-মোঃ আব্দুল করিম, ৪। মোঃ মশিয়ার রহমান (৩২) পিতা-মোঃ আব্দুল করিম, ৫। মোঃ মাসুম মিয়া (২২) পিতা-মোঃ আতাউর রহমান, ৬। বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৭০) পিতা-মৃত নেছান্দি, ৭। মোছাঃ জহুরা বেগম (৫০) স্বামী-মোঃ আব্দুল করিম সর্বসাং-ইন্দিয়াটারী (মাঠেরপাড়), থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রামগনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীগন আমার পাড়াপ্রতিবেশী। বিবাদীগনের সহিত ইতি পূর্বে হইতে আমার সহ আমার পরিবারের লোকজনদের পারিবারিক ও সাংসারিক এবং জমিজমা সংক্রান্ত বিষয়। লইয়া ঝগড়া বিবাদ সহ মনোমালিন্য চলিয়া আসিতেছে। উক্ত জমিজমার বিষয় লইয়া বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলিতেছে। বিবাদীগন এরই জের ধরিয়া আমি সহ আমার পরিবারের লোকজনেরদ ক্ষতি করার সুযোগ খুজিয়া আসিতেছে। আমি সহ আমার পরিবারের লোকজন সাবধানে চলাচল করিলে বিবাদীগন আমাদের ক্ষতি করিতে না পারিয়া সুযোগ খুজিতে থাকে। এমতবস্থায় ইং-১৩/০১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.১৫ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগন পূর্ব আক্রোশ বসত আমার বসত বাড়ীর সামনে আসিয়া জমিজমার বিষয়কে কেন্দ্র করিয়া বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি সহ আমার পরিবারের লোকজন বাধা নিষেধ ৬নং বিবাদীর হুকুমে সকল বিবাদীগন বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে আমার বসত বাড়ীর ভিতরে প্রবেশ করিয়া বাড়ীর বেড়া ভাংচুর করিতে থাকে। আমি সহ আমার পরিবারের লোকজন বাধা নিধেষ করিলে বিবাদীগন আমাকে সহ আমার ছেলে সাক্ষী ১। মোঃ এরশাদুল হক (৩০) এবং আমার বড় ভাই মোঃ আব্দুল জলিল (৬৫) হয়কে এলোপাথারি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম করে। একপর্যায়ে ১নং বিবাদী হাতে থাকা লাঠি দিয়ে অর্তকৃত ভাবে আমার বড় ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার বড় ভাই মোঃ আব্দুল জলিল (৬৫) এর মাথায় লাগিয়া রক্তাক্ত জখম হয়। ঘটনার শোরগোলে আশে পাশের বাড়ীর লোকজন সহ সাক্ষী ২। মোঃ মাহাতাব মন্ডল (৫০) পিতা-মৃত ইছিমুদ্দিন, ৩। মোঃ শামসুল হক (৫০) পিতা-মৃত হুজুর আলী, ৪। মোঃ সবুজ মিয়া (৩৫) পিতা-মোঃ বরকত আলী, সর্বসাং-ইন্দিয়াটারী (মাঠেরপাড়), থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রামগনের উপস্থিতে সকল বিবাদীগণ প্রকাশ্যে বলেন যে, আমরা আমাদের সময় সুযোগ মত তোমাদের জমিতে বসত ঘর নিমার্ণ করিব। ইহাতে কেহ বাধা প্রদান করিলে তাকে খুন জখম সহ যে কোন ধরনের ক্ষতি সাধন করিবে মর্মে ভয়ভীতি প্রদর্শণ করিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে আমার বড় ভাই মোঃ আব্দুল জলিল বিবাদীগনের মারপিটের ফলে অসুস্থ অবস্থায় পরে থাকলে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী, কুড়িগ্রামে ভর্তি করি। বর্তমানে আমার বড় ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী, কুড়িগ্রামে ভর্তি আছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স