ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​একচেটিয়া অবৈধভাবে লিফট সরবরাহের টেন্ডার পাইয়ে দিতে ওয়ালটন কোম্পানির অবৈধ বিদেশ টুরে গণপূর্তের চার প্রকৌশলী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১২:৫৭:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১২:৫৭:০৫ পূর্বাহ্ন
​একচেটিয়া অবৈধভাবে লিফট সরবরাহের টেন্ডার পাইয়ে দিতে ওয়ালটন কোম্পানির অবৈধ বিদেশ টুরে গণপূর্তের চার প্রকৌশলী গত৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর গঠন করা হয় ছাত্র জনতার অন্তবর্তীনকালীন সরকার।অন্তবর্তীনকালীন সরকার গঠনের পর দেশের সার্বিক উন্নয়নেরন জন্য গঠন করেছেন রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কমিশন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্বশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালনা করছেন “অপারেশন ডেভিড হান্ট” যা ইতোমধ্যে সারাদেশে যথেষ্ট প্রশংসীত হয়েছে।


নিজস্ব প্রতিবেদক  :
গত৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর গঠন করা হয় ছাত্র জনতার অন্তবর্তীনকালীন সরকার।অন্তবর্তীনকালীন সরকার গঠনের পর দেশের সার্বিক উন্নয়নেরন জন্য গঠন করেছেন রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ কমিশন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্বশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালনা করছেন “অপারেশন ডেভিড হান্ট” যা ইতোমধ্যে সারাদেশে যথেষ্ট প্রশংসীত হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্যকালে বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় ও আমলাদের হুশিয়ার করে বলেন, আপনারা কখোনও ভাববেন না সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পুনরায় ফিরে আসবে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে ফিরিয়ে আনার পথ সুগম করতে য সকল আমলারা সহায়ক ভূমিকা পালন করছেন। তাদের ও তালিকা হচ্ছে। এছাড়াও সকল মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের সাবধান করে বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, আপনারা ভাববেন না দুর্নীতি’র পথ সুগম করতে রাষ্ট্রকে নতুন করে স্বাধীন করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সারাদেশে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় যথেষ্ট গতিশীলতা এসেছে।

এরই মধ্যে  আওয়ামী ফ্যাসিবাদী সরকার সমার্থক ওয়াল্টন কোম্পানি কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তরের  অবৈধ সুবিধাবাদী  আওয়ামী ফ্যাসিবাদী প্রকৌশলীদের বিদেশ ভ্রমণের অবৈধ টোপে ফেলে গণপূর্তের সকাল অফিসে একচেটিয়াভাবে লিফট সরবরাহের টেন্ডার পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন। এরই মধ্যে চার সদস্যের একটি প্রকৌশলীর দল ও একজন প্রকৌশলীর স্ত্রী ও ছিলেন।  এই টিমে রয়েছে তত্তাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস , নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট একটি সুত্রের দাবি  ওয়ালটন কোম্পানির লিফট একচেটিয়াভাবে গণপূর্ত অধিদপ্তরের  সিডিউলে ঢুকানোর জন্য অবৈধভাবে টাকার বিনিময়ে গণপূর্ত অধিদপ্তরের একটি বিশেষ টিম কাজ করছে । যারা ছলে, বলে, কলে ও কৌশলে ওয়ালটন কোম্পানি লিফট একচেটিয়া ভাবে গণপূর্ত অধিদপ্তরের সকল টেন্ডার পাইয়ে দিতে কাজ করছে। যেনো গণপূর্ত অধিদপ্তরের আওতায়  সারা বাংলাদেশে অবস্থিত গণপূর্তের অফিসে  ওয়ালটন কোম্পানির তৈরি  লিফট একচেটিয়া   টেন্ডারের মাধ্যমে  স্থাপনের জন্য চেষ্টা করছেন।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার এর প্রত্যাক্ষ  মদদ আছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট একটি সুত্র। এছাড়াও আরও মদদদাতা ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক। গত  সপ্তাহে গণপূর্ত অধিদপ্তরের চারজনের একটি টিম ওয়ালটন কোম্পানির ফ্রি বিদেশ ট্যুরে গিয়েছে। এই বিদেশ ট্যুরে নেওয়ার মূল লক্ষ্য হলো ওয়ালটন কোম্পানির বাংলাদেশি লিফটকে বিদেশি লিফটের  সমতুল্য হিসেবে নতুন শিডিউলে ঘোষণা করা। এই টিমে রয়েছে তত্তাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস , নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল।

তারা ইটালি ট্যুরের নাম করে  ইউরোপে ওয়ালটনের টাকায় ঘুরে বেড়িয়েছেন । এর মধ্যে একজন কর্মকর্তা তার স্ত্রীকে পর্যন্ত ঘুরাতে নিয়ে গিয়েছেন। এই ট্যুর  এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ওয়ালটন কোম্পানি ।

চুক্তি হলো ওয়ালটন কোম্পানি লিফটে বিদেশি লিফট এর সমতুল্য হিসেবে অবৈধভাবে ঘোষণা করা এবং তাদের একচেটিয়া ব্যবসার দুয়ার  খুলে দেওয়া। বিষয়টি জানাজানি হলে ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক বিষয়টা নিয়ে  রহস্যজনক  নিরবতা পালন করেছেন । অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের  এাই রহস্যজনক ভূমিকাকে নিরব দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেছেন গণপূর্ত অধিদপ্তরের বিশিষ্টজনেরা।

কেউ যেন বুঝতে না পারে তাই এই ট্যুরের সম্পূর্ণ আয়োজনে ওয়ালটনের নামটি কে উহ্য রাখা হয়েছে, এমনকি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কে অন্ধকারে রেখে কর্মকর্তারা এই অবৈধ  ট্যুরে গিয়েছেন। এই ট্যুরের  সকল কাগজ পত্র একটি ইটালিয়ান কোম্পানির নামে আসলে ও মূলত ওই কোম্পানি একটি স্পেয়ার পার্টস বানানোর কোম্পানি। তারা কোন লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়।

তাহলে , লিফট দেখতে যাওয়ার কথা বলে তারা আসলে লিফটের পার্টস দেখে আসলেন ।এমিরাত এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটে বেশ ঢাকঢোল পিটিয়ে গণপূর্ত অধিদপ্তরের  চারজন  প্রকৌশলী কে  নিয়ে যাওয়া হয়। এভাবেই বিশাল অংকের টাকার  বিনিময়ে চুক্তি করা হয় তারা যেন ওয়ালটন কোম্পানি’র লিফটকে  বিদেশী লিফটের সমতুল্য ঘোষণা করে।

এই বিষয়ে মন্ত্রণালয়কে সম্পূর্ণ অন্ধকারে রাখার বিষয়টি আসলেই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যেখানে কিনা বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীনকালীন  সরকার বিদেশ টুরের বিষয়ে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এবিষয়ে বক্তব্য জানতে গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক,তত্তাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস , নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল এর মোবাইলে যোগাযোগ করা হলে তারা মোবাইল রিসিভ না করায় তাদের কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।

এছাড়াও ওয়াল্টন কোম্পানির বিরুদ্ধে আনিত এসকল অভিযোগ এর বিষয়ে তাদের বক্তব্য জানতে ওয়াল্টন কোম্পানির কর্তৃপক্ষ ও প্রতিনিধি’র মোবাইলে যোগাযোগ করা হলে তারা কেহ ই মোবাইল রিসিভ করেন নি, বিধায় তাদের কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ