সোনারগাঁয়প স্বাস্থ্যকর পরিবেশ মৌমিতা চানাচুর কারখানা এবং অবৈধ গ্যাস ব্যবহার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৫ ০১:১৮:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৫ ০১:১৮:০০ পূর্বাহ্ন
সোনারগাঁয়প স্বাস্থ্যকর পরিবেশ মৌমিতা চানাচুর কারখানা এবং অবৈধ গ্যাস ব্যবহার
অস্বাস্থ্যকর পরিবেশের রং মিশিয়ে মৌমিতা চানাচুর কারখানা খাদ্য উৎপাদন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার জয়রামপুর এলাকায় অবৈধ গ্যাস দিয়ে চলছে রমরমা ব্যবসা। উপজেলার অতি সন্নিকটে উপজেলার দেয়াল ঘেঁষে বিস্তীর্ণ উত্তর পাশে মৌমিতা চানাচুর, নিমকি, মুরালি, কটকটি সহ নানাবিধ উৎপাদিত খাদ্য পণ্যের নোংরা পরিবেশে দীর্ঘদিন যাবত তৈরি করে যাচ্ছে খাদ্য সামগ্রী। প্রায়ই এক যুগ ধরে অবৈধভাবে ঘরে ওঠা কারখানাটিতে অবৈধ গ্যাস সরবরাহ নিয়ে রমরমা ব্যবসায়ের অভিযোগ উঠেছে। অনুমোদনহী গ্যাস সরবরাহ করায় তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পর পর কয়েক বার অবৈধভাবে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় । মৌমিতা চানাচুর কারখানার মালিক মোঃ মনির হোসেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সমানে পাম ওয়েল ও আটা ময়দা দিয়ে নানান প্রকার ক্ষতি কর খাদ্য উৎপাদন করে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করে মনির হোসেন আয় করে যাচ্ছেন। মৌমিতা চানাচুর কারখানার মালিক তিনি এক যুগ ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ করে উপজেলার নয়াগাঁও ইউনিয়নের পর মুসুর্দি এলাকায় ক্রয় করেছে জমি পাশাপাশি বারদীতেও শোনা যাচ্ছে জমি রয়েছে। মনির হোসেনের কারখানার উৎপাদিত খাদ্য খেয়ে অসুস্থ হওয়ার কথা জানা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জানান যখন বিকাল থেকে রাত হয় ততই গ্যাস সরবরাহের চাপে গর্জনে শব্দে গর্জে উঠে কারখানার আশেপাশের এলাকা । আশেপাশে থাকা সাধ্য হয়ে পড়েছে অবৈধভাবে গ্যাসের কারখানার গর্জনে। এলাকা বাসী আরও জানান যে কোন সময় অবৈধ গ্যাস সরবরাহ থেকে ভয়ানক বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ-ই বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক ও মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তারা জানান অতি দূরত্ব ভ্রাম্যমান আদালত চালিয়ে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে জানিয়েছেন দূরত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স