ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকারের দোসরদের লালনকারীদের তালিকা হচ্ছে : মজনু

ফ্যাসিস্ট সরকারের দোসরদের লালনকারীদের তালিকা হচ্ছে : মজনু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:১২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:১২:৫৫ অপরাহ্ন
ফ্যাসিস্ট সরকারের দোসরদের লালনকারীদের তালিকা হচ্ছে : মজনু
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পরীক্ষিত নেতাকর্মীদের ভুলে গিয়ে দলকে সংগঠিত করা সম্ভব নয়। যারা ১৬ বছর জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নেতাদের গুরুত্ব দিতে হবে, তাদের সামনে এগিয়ে দিতে হবে। তিনি বলেন, আজকে যারা নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের দল বড় করার জন্য ফ্যাসিবাদীদের লালন পালন করছেন-তাদের তালিকা তৈরি হচ্ছে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১১ মার্চ) পুরান ঢাকার গেন্ডারিয়ায় থানা বিএনপি আয়োজিত ধূপখোলা কমিউনিটি সেন্টারে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মজনু বলেন, আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত নিবিড়ভাবে দেশের খোঁজখবর রাখছেন। তিনি দলের মধ্যে গুটিকয়েক যে খারাপ ব্যক্তি রয়েছে অপকর্মের জন্য তাদের শাস্তি দিচ্ছেন। কাউকেই ছাড় দেওয়া হবে না। একজন সন্ত্রাসী চাঁদাবাজকে শাস্তি দিলে হাজার সাধারণ মানুষ দলের প্রতি সমর্থন ব্যক্ত করবেন।

আলোচনায় অংশ নেন বিএনপির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপুসহ বিএনপি ও অংগসংগঠনের নেতারা।

কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, চব্বিশ পূর্ব গতানুগতিক রাজনীতি এখন করা যাবেনা। ফ্যাসিস্ট হাসিনার সরকার ও আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি তবে জনগণ আমাদের কাছ থেকে দূরে চলে যাবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাব অনূযায়ী একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে ধ্বংস প্রায় বিচার বিডাগকে আবার পূনর্গঠন করে জনগণের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা হবে।

নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে, পরাজিত শক্তির দোসররা বসে নাই, তারা চক্রান্ত করেই যাচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ