টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রিয়াজ খান (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত ব্যক্তির ভাই ছানোয়ার খান, ছানোয়ারের স্ত্রী মমতা ও তার পুত্রবধূ আঁখি আক্তারকে আটক করেছে।
জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে রিয়াজ খান ও তার ভাতিজা রুবেল খানের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তার চাচাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি অচেতন হয়ে মাটিতে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল খান পলাতক আছেন।
রোববার উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত ব্যক্তির ভাই ছানোয়ার খান, ছানোয়ারের স্ত্রী মমতা ও তার পুত্রবধূ আঁখি আক্তারকে আটক করেছে।
জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে রিয়াজ খান ও তার ভাতিজা রুবেল খানের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তার চাচাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি অচেতন হয়ে মাটিতে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল খান পলাতক আছেন।