দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ভোটাধিকারের প্রতি জোর দিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এখন যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কী রকম করতে চান- এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবেন, তারা কাদের পক্ষে আছেন।
প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছেন। অর্থাৎ নিজের মতাদর্শ রাষ্ট্রের ওপর না চাপিয়ে জনগণের কাছে যেতে বললেন এই নির্মাতা।
নির্মাতা বলেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ!’ তিনি বলতে চান- যে বিপ্লবের মাধ্যমে বিজয় হলো, এখন সেটির মালিকানা দাবি করছেন অনেকেই।
রোববার দুপুরে ফারুকী এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
ফারুকী বলেন, যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিল অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত। এটি যে স্টেকহোল্ডারদের ঠিক ভাবনা নয়, সেটিও মনে করিয়ে দিলেন এই নির্মাতা।
সর্বশেষ নিজের নির্মাণে ও অভিনয়ে ‘সামথিং লাইক এন
প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছেন। অর্থাৎ নিজের মতাদর্শ রাষ্ট্রের ওপর না চাপিয়ে জনগণের কাছে যেতে বললেন এই নির্মাতা।
নির্মাতা বলেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ!’ তিনি বলতে চান- যে বিপ্লবের মাধ্যমে বিজয় হলো, এখন সেটির মালিকানা দাবি করছেন অনেকেই।
রোববার দুপুরে ফারুকী এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
ফারুকী বলেন, যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিল অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত। এটি যে স্টেকহোল্ডারদের ঠিক ভাবনা নয়, সেটিও মনে করিয়ে দিলেন এই নির্মাতা।
সর্বশেষ নিজের নির্মাণে ও অভিনয়ে ‘সামথিং লাইক এন