বিএনপির পুলিশ সংস্কারসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১১:৫৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১১:৫৪:৫৬ অপরাহ্ন
পুলিশ সংস্কারে বিএনপির প্রস্তাবনাসংক্রান্ত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশ সংস্কারে কমিটি গঠন করে বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ। কমিটির সদস্য সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব এসএম জহুরুল ইসলাম, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান (সদস্য সচিব), সাবেক পুলিশ সুপার আনসার উদ্দীন খান পাঠানসহ বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এ সভায় অংশ নেন।

সভায় বর্তমান অন্তবর্তী সরকারের গঠন করা পুলিশ সংস্কার কমিশনকে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও সুপারিশমালা প্রণয়ন করে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মূল্যবান মতামত গ্রহণ করা হয়।

কমিটি সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশমালা পুলিশ সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com