মেয়ের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক

মেয়ের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক

আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৫:২২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৫:২২:০৬ অপরাহ্ন
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে। তাদের সম্পর্ক নিয়ে চলা নানা আলোচনা-সমালোচনা এখন নেটিজেনদের চর্চিত বিষয় হয়ে উঠেছে। মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া এখন আর থাকেন না বচ্চন বাড়িতে। অভিষেক থাকেন একা। তবে মেয়ের প্রতি অভিষেকের যে আবেগ তা ফুটে উঠেছে অভিষেক অভিনীত সম্প্রতি মুক্তি পওিয়া ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায়।

সুজিত সরকারের পরিচালনায় সিনেমাটি বাবা-মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা অভিষেকের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়। সিনেমায় অভিষেক অর্জুন সেন চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক কঠিন রোগে ভুগছেন। এই ছবির গল্প সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। খবর : টাইমস অব ইন্ডিয়া

নির্মাতা সুজিত সরকার সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘অভিষেকের অভিনয়ে অনেক আবেগ ছিল, কারণ গল্পের বিষয়টি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত। ছবির ইমোশোনাল সিনে আমি দেখেছি, অভিষেক খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি জানতাম, অভিষেক কখনো আমাকে তার অনুভূতিগুলো বলবে না, তবে আমি বুঝতে পারছিলাম যে সে সিনেমার গল্পের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। তাই আমার মনে হয়েছে, কিছু দৃশ্যে মেয়ের কথা মনে করে তিনি বেশি আবেগী হয়ে যান।’

‘আই ওয়ান্ট টু টক’ ২২ নভেম্বর মুক্তি পায় এবং এতে অভিষেকের পাশাপাশি অভিনয় করেছেন অহিল্যা বামরু, টম ম্যাকলারেনসহ আরও অনেকে। বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি এবং প্রথম পাঁচ দিনে এটি মাত্র ১.২০ কোটি রুপি আয় করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com