নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোফাজ্জল হোসেন ও তার টিম অদ্য ২৯/১১/২০২৪ তারিখ ১৩:৫০ ঘটিকার সময় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮( আটচল্লিশ )বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল সহ আসামী ১। মো:নাহিদ হাসান (৩২) পিতা:মৃত ময়েন উদ্দিন মাতা:মৃত কুলসুম আরা গ্রাম:আড্ডাবাজার থানা:নিয়ামতপুর জেলা:নওগাঁকে একটি নোহা মাইক্রোবাস যার রেজিষ্ট্রেশন নং-চট্র মেট্রো-চ ১১-১৯৩৫ সহ গ্রেফতার করেছে। এ বিষয়ে নওগাঁ নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।