নিজস্ব প্রতিনিধি
বৈষম্যহীন নিরাপদ রাষ্ট্র গঠনে কাজ করছে যুবদল জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে "ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ" এর ৫ম জাতীয় যুব কনভেনশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। বিশেষ করে সিভিল সোসাইটি, পেশাজীবি এবং বুদ্ধিজীবী সমাজ গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ না-হওয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা ভোট, রাতের ভোট, ডামি-মামী মার্কা তিনটা অবৈধ নির্বাচন করতে সক্ষম হয়েছিল। এমন উদ্ভট ও সার্কাস-মার্কা সাজানো আর পাতানো নির্বাচন করা আর কখনও এদেশে সম্ভব হবে না। ২৪'র পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে, এখানে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নাই।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার ৩১ দফার রুপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি বৈষম্যমীন নিরাপদ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় বিরামহীন কাজ করে যাচ্ছেন।
ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।