শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আইনজীবীর অভিযোগ
শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আইনজীবীর অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৯-২০২৪ ১২:০০:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৪ ১২:০০:০৪ পূর্বাহ্ন
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ প্রধান একেএম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাবের ২০-২৫ অজ্ঞাত সদস্য।
অভিযোগকারী আইনজীবী বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তাকে উত্তরা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে ৬ মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স