ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেয়ার নামে প্রতারণা

সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেয়ার নামে প্রতারণা

আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০২:০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০২:০৫:৪৬ পূর্বাহ্ন
সরকারি কর্মকর্তা সেজে চাকরি দেয়ার নামে প্রতারণা সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র নিউমার্কেট থানা পুলিশ।
সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র নিউমার্কেট থানা পুলিশ। বুধবার বিকালে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। বলেন, আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেয়ার কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করেন। নগদ ৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় মামলা করেন সেই যুবক। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লাখ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকাসহ একটি মানিব্যাগ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণা মামলা রয়েছে। নিউমার্কেট থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ