ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় গৃহায়ণ মিরপুরের প্রকৌশলী শেখ সোহেল বদলী হলে ও রাজু আছেন বহাল তবিয়তে

জাতীয় গৃহায়ণ মিরপুরের প্রকৌশলী শেখ সোহেল বদলী হলে ও রাজু আছেন বহাল তবিয়তে

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০২:০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০২:০৭:৫৪ পূর্বাহ্ন
জাতীয় গৃহায়ণ মিরপুরের প্রকৌশলী শেখ সোহেল বদলী হলে ও রাজু আছেন বহাল তবিয়তে ক্যাসিনো দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের জন্য জাতীয় গৃহায়ণ মিরপুর বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল রানা ও ডিপ্লোমা প্রকৌশলী রাদিউজ্জামান রাজু ওরফে রাতুল এর বিরুদ্ধে গত ২১ সালের ২০ সেপ্টেম্বরের টিমের পক্ষে দুূুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী স্বাক্ষরিত স্মারক
ক্যাসিনো দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের জন্য জাতীয় গৃহায়ণ মিরপুর বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল রানা ও ডিপ্লোমা প্রকৌশলী রাদিউজ্জামান রাজু ওরফে রাতুল এর বিরুদ্ধে গত ২১ সালের ২০ সেপ্টেম্বরের টিমের পক্ষে দুূুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী স্বাক্ষরিত স্মারক নম্বর-০০০১.০০০০৫.০২.০১.১০১.১৯.২২৯৭৬
নোটিশের কার্যক্রম আজ অবধি অমিংমাংসিত থাকলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।

এক সময়ের আলোচিত স্বৈরশাসক শেখ হাসিনার চাচা,শেখ কবিরের ডান হাত হিসেবে পরিচিত শেখ সোহেল রানার সিলেটে বদলি হলেও রাজু আছেন বহাল তবিয়তে মিরপুর গৃহায়নে কর্মরত ।
গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তাদের বিভিন্ন দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ প্রকাশিত হলে, আজ ২৯/ ৯/ ২৪ তারিখ অফিস আদেশে উপ বিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল রানা কে সিলেটে বদলি করা হয়েছে ।
একাধিক সুএ নিশ্চিত করেছে ডিপ্লোমা প্রকৌশলী রাদিউজ্জামান রাজু ওরফে রাতুল এর বিরুদ্ধে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর, বদলি ও শাস্তি থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করেছেন ।

গত ২৯/০৮/২৪ ইং তারিখে ঢাকা মহানগর মেট্রোপলিটন কোর্টে মোঃ আব্বাস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । যে মামলায় শেখ হাসিনা সহ ৯৫ জন কে আসামি করা হয়েছে। তার ভিতর ৩৩ নং আসামি মোঃ রাজিউজ্জামান রাজু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক লীগ, পিতা-আলিউজ্জামান ঠিকানা মিরপুর ১ লেখা আছে এবং ৮৯ নম্বরে শেখ সোহেল রানা সাধারণ সম্পাদক সৈনিক লীগ লেখা আছে ।
একাধিক সূত্র নিশ্চিত করেছে , ৩৩ ও ৮৯ নম্বর আসামি দুজনে ই জাতীয় গৃহায়ণ মিরপুরে কর্মরত প্রকৌশলী ।
একটি সূত্র জানায়, সৈনিক লীগের কমিটিতে চাকুরিজীবী, ব্যবসায়ী,প্রবাসী অনেকেই আছেন যারা বড় অংকের টাকা দিয়ে পদ কিনেছেন ।
বদলির খবরে একাধিক বিশিষ্ট জন বলেন, দুর্নীতির অভিযোগে সুনির্দিষ্ট ভাবে খবর প্রকাশিত হওয়ার পরেও, বদলী কি শুধু শাস্তি ?

এ বিষয়ে রাদিউজ্জামান রাজুর নিকট জানতে চাইলে বলেন, আমি সরকারি চাকুরিজীবী ।
আমার রাজনীতি করার সুযোগ নাই । মামলার আসামি রাজিউজ্জামানের সঙ্গে আমার কোন মিল নাই ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ