ঢাকা , রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ , ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ

আপলোড সময় : ০১-১০-২০২৪ ০১:২৭:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৪ ০১:২৭:৩৭ পূর্বাহ্ন
ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ
ব্যাকফুটে থেকেই কানপুর টেস্টের চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। এদিন শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। ভারতের চেয়ে এখনো ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে অনেকেই কানপুর টেস্ট থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে বলেই মনে করছেন। তবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তেমনটা ভাবছেন না। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’

দলকে আপাতত নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য জানিয়ে মিরাজ যোগ করেন, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে টার্গেট দেব, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’

শেষ দিনে বাংলাদেশের জন্য ব্যাটিংই টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যারা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ