কুমিল্লা প্রতিনিধ
কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গ্রাম পুলিশের নির্দেশে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস পাইপ লাইন নির্মাণ।
আপলোড সময় :
০৭-১০-২০২৪ ০৩:০২:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৪ ০৩:০২:২১ পূর্বাহ্ন
কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গ্রাম পুলিশের নির্দেশে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস পাইপ লাইন নির্মাণ।
কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গ্রাম পুলিশের নির্দেশে রাতের অন্ধকারে অবৈধ গ্যাস পাইপ লাইন নির্মাণ।
কুমিল্লা জেলা দেবিদ্বার থানা মাশিকাড়া গ্রামের শফিকুল ইসলাম খান সাহেবের বাড়ি থেকে গত আগস্ট ২০১৫ ইং সালে রাতের অন্ধকারে অবৈধ ১" ইঞ্চি এম এস পাইপলাইন আবুল হোসেন চৌকিদার নির্দেশে তারেই ছেলে মোঃ জাহাঙ্গীর আলম কে, দিয়ে লাইন নির্মাণ করে কয়েক জনকে গ্যাস সংযোগ প্রদান করেন। (১) আবদুল আলিম (২) মোঃ নসু মিয়া ( ৩) আবুল হোসেন চকিদার সহ আরো কয়েকজনে অবৈধ গ্যাস চালায় বলে যানা যায়।এবং সেই নিজে স্বীকার করেন।আরো জানা যায় যে,কুমিল্লা জেলা দেবিদ্বার থানা পদ্মকোট গ্রামের পূর্ব বাজার থেকে আসমত আলী বাড়ি উত্তরপাশে্ পর্যন্ত একে রাত্রে আবুল হোসেন চৌকিদারের নির্দেশে অবৈধ গ্যাস পাইপ লাইন নির্মাণ করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পেরে অবৈধ গ্যাস পাইপ লাইন উঠিয়ে অবৈধ রাইজার মিশিন ও সরঞ্জাম সহ কয়েক জনকে, সহকারি পুলিশ সুপার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার সরকারি কমিশনার ভূমি দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ আইমানুক ব্যবস্থা গ্রহণ করে কয়েকজনকে জেল হাজতে প্রেরণ করেন। ১৬ডিসেম্বর ২০১৬ ইং তারিখে অবৈধ মেশিন দিয়ে আবুল হোসেনের নির্দেশে কিভাবে অবৈধ লাইন নির্মাণ করেণ।যেহেতু সরকারিভাবে সকল সংযোগ বন্ধ রয়েছেন। কোন ক্ষমতার বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার ক্ষমতা দিয়েছেন।এলাকাবাসী জানতে চাই। সকল এলাকাবাসীর দাবি অবৈধ লাইন কর্তন করে।দুর্নীতিবাজ ঘুষখোর আবুল হোসেন চৌকিদার কে জরুরী ভিত্তিতে আইনের আওতায় এনে জোড়ালো বিচারের দাবি জানাই।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স