ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটির মেয়র হলেন বিএনপির শাহাদাত

আপলোড সময় : ০৮-১০-২০২৪ ১১:০৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৪ ১১:০৮:৫৩ অপরাহ্ন
চট্টগ্রাম সিটির মেয়র হলেন বিএনপির শাহাদাত চট্টগ্রাম সিটির মেয়র হলেন বিএনপির শাহাদাত
নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের পর বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয় মঙ্গলবার সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে তাকে মেয়র হিসেবে গেজেট সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করেছে।

নির্বাচনি ট্রাইব্যুানালের রায়ের পর আইন মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শাহাদাতের এ গেজেট প্রজ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ার রহমান।

“এখন স্থানীয় সরকার বিভাগে গেজেট পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ সরকার নেবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাড়ে তিন বছর পর গত ১ অক্টোবর এক রায়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল।

চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন ১ অক্টোবর এ রায় দেন।

ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ