ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১০:৫৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১০:৫৬:১৫ অপরাহ্ন
বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটের বিয়ানীবাজারে বড় ভাই কোদাল দিয়ে আঘাত করে ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম আদিল আহমদ (২৫)। হত্যার ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ভাইয়ের নাম কাদির আহমদ। তাঁরা দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাই কাদির আহমেদের কাছ থেকে ছোট ভাই আদিল আহমেদ ২০ হাজার টাকা ধার নেয়। টাকা ফেরত দিতে না পারায় কয়েক দিন ধরে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হচ্ছে। আজ বুধবার বিকেলে ফের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কাদির আহমদ কুড়াল দিয়ে ছোট ভাই আদিল আহমদের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা আদিল আহমকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সিলেট যাওয়ার পথে তাঁর মৃত্যু হলে স্বজনরা মরদেহ পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নিহতের স্বজনেরা।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

এদিকে, আদিল নিহত হওয়ার খবর পেয়ে বড় ভাই কাদির আত্মগোপন করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী।

ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বড় ভাই কাদির ছোট ভাই আদিলের কাছে ২০ হাজার টাকা পেত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে কুড়াল দিয়ে আদিলের মাথায় আঘাত করে কাদির। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশি কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ