ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

৩৬৫ দিন নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:০৭:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:০৭:১২ পূর্বাহ্ন
৩৬৫ দিন নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬৫ দিন নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল নাগরিকের বছরের ৩৬৫ দিন নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুণ্ণ থাকবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ বলেন।

মাঝে মাঝে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজা কেন্দ্র করে কোনো ঘটনা ঘটতে পারে- এমন তথ্য তার কাছে নেই। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষকে ৩৬৫ দিন নিরাপদে থাকবে।

জাহাঙ্গীর আলম বলেন, এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবসহ অন্যান্য বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। যেসব স্থানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর সদস্য প্রয়োজন, সেখানে সেভাবে মোতায়ন করা হয়েছে। আমি আশা করবো, এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন।

পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনাগুলো দেয়া হয়েছে, সবাই ভালোভাবে পালন করবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গেই খবর পাওয়া যায়, এ জন্য জাতীয় টেলিকমিউনিকেশন সেন্টারকে দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ