ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার

আপলোড সময় : ১৩-১০-২০২৪ ০১:০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৪ ০১:০২:৩৪ পূর্বাহ্ন
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার থাকবে, এমন বাংলাদেশ গঠন করতে চান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা এমন সমাজ চাই না, যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশে গঠন করতে চায়, যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।’

এদিকে সারা দেশে আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে দুর্গোৎসব। আজ মহা নবমী। রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ