ঢাকার আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৪ ১২:২৪:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৪ ১২:২৪:০৮ পূর্বাহ্ন
ঢাকার আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ
ঢাকা জেলা ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) এই নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইকবাল হোসেন। আর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ওমর ফারুক ফারুকী। অন্যদিকে ঢাকা জেলা জজ আদালতের প্রধান গভর্নমেন্ট প্লিডার (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল খায়ের।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৫ বছর ধরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আবু। সরকার পতনের পর থেকে তিনি আদালতে আসছেন না। অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট তাঁর নিয়োগ বাতিল করে। প্রধান পিপির দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট ফৌজদারি আইনজীবী এহসানুল হক সমাজীকে। তাঁর নিয়োগের বিরোধিতা করেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপি সমর্থক আইনজীবীরা। পরে তিনি আর যোগদান করেননি।
এরপর সোমবার ঢাকার নিম্ন আাদলতের ফৌজদারি ও দেওয়ানি সব আদালতে সরকারি কৌঁসুলি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স