ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯ এম এম পিস্তল ও গুলি উদ্ধার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:০৬:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:০৬:১৯ পূর্বাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯ এম এম পিস্তল   ও  গুলি উদ্ধার। চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯ এম এম পিস্তল ও গুলি উদ্ধার।
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯ এম এম পিস্তল   ও  গুলি উদ্ধার।

মো: আরিফুল ইসলামঃ আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  সাপদি গ্রামস্থ নোয়ারাজা জমাদার এর বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগান হতে সেনাবাহিনী এবং চাঁদপুর জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রী হচ্ছে-
ক। ০১ টি ৯.এম.এম পিস্তল (Walther PPK 9mm, USA)
 খ। ০১ টি ম্যাগাজিন
 গ।  ৬ রাউন্ড গুলি।
 ঘ।  পিস্তল কভার।
পরবর্তীতে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত উক্ত অস্ত্র ও গুলি চাঁদপুর সদর মডেল থানার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোঃ সেলিম খান, পিতা-মৃত আঃ হাই খান, সাং-লক্ষীপুর, পোঃ বহরিয়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর এর লুন্ঠিত  পিস্তল ও গুলি বলে জানা যায়। 
উক্ত বিষযে় আইনগত ব্যবস্থা গ্রহন এর জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হইয়াছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ