ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. আবু জাফর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৪:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:৪৪:০৫ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. আবু জাফর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. আবু জাফর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডা. আবু জাফর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে এমবিবিএস পাস করার পর ১৯৯৮ সালে এমসিপিএস (জেনারেল সার্জারি) করেনে। এরপর ১৯৯৯ সালে একই বিষয়ে এফসিপিএস করেন করেন, ২০২০ সালে শিশু সার্জারিতে এমএস করেন। তিনি ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ