ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৪ ০২:০৬:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০২:০৬:৪৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৮) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৭)। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তিন যুবক জেলার বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চৌবাড়ি মোড় এলাকার পৌঁছালে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে আছি এবং আহত ও নিহতদের বিস্তারিত জানার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ