ঢাকা , মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাতের কব্জির সাহায্যে লিখে স্বপ্ন জয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৪ ০২:২৩:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০২:২৪:১৮ পূর্বাহ্ন
হাতের কব্জির সাহায্যে লিখে স্বপ্ন জয় হাতের কব্জির সাহায্যে লিখে স্বপ্ন জয়
হাতের কব্জির সাহায্যে লিখে স্বপ্ন জয়
বেরোবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত মিনারার

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
জন্ম থেকেই দুই হাতে কোন আঙ্গুল নেই। তবুও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে হাতের কব্জির সাহায্যে লিখতে 
শিখে।শত বাধা উপেক্ষা করে দুই হাতের কব্জির সাহায্যে লিখে ভর্তির সুযোগ পেয়েছে দেশের অন্যতম 
বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)তে পড়ার।কিন্তু অর্থাভাবে মেধাবী ছাত্রী প্রতিবন্ধি 
মিনারা খাতুনের শৈশব কালের সেই ইচ্ছা ভেস্তে যেতে বসেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরের কয়েক বছর 
পড়ার খরচ জোগানোই এখন তাঁর মূল চিন্তা।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন কাঁচকোল দক্ষিণ বাঁধ এলাকার দিনমজুর মোঃ রফিকুল ইসলাম ও মৃত-মর্জিনা বেগমের মেয়ে মিনারা খাতুন।দুই বোনের মধ্যে মিনারা ছোট।জীবন যুদ্ধে হারতে নারাজ 
মিনারার দুই হাতের আঙ্গুল না থাকলেও দুই হাতের কব্জির সাহায্যে লিখেই একে একে ৫ম শ্রেণীর 
সমাপনী(পিইসি),জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দাখিল পরীক্ষায় পাস করে এইচএসসিতে কারমাইকেল কলেজে ভর্তি হয়। ২০২২সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে কুড়িগ্রাম সরকারী কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ে সম্মান শ্রেণীতে ভর্তি হয়। এবারে দ্বিতীয় বারেরমতো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে ভর্তির সুযোগ পায় মিনারা। 
ব্যবস্থাপনা বিভাগে ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্রা অর্থাভাবে স্বপ্নের বিদ্যাপিঠ বেরোবিতে ভর্তি হতে 
পারছে না মিনারা। ২১অক্টোবর বেরোবিতে ভর্তির শেষ দিন।ভর্তির শেষ তারিখ ঘনিয়ে আসলেও ভর্তির জন্য 
প্রয়োজনীয় অর্থ যোগান দিতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়ছে মিনারার পরিবার ।
মায়ের মৃত্যুর পর সাত বার নদীতে বাড়ী ভাঙ্গনের শিকার বাবা রফিকুল ইসলাম মিনারার খালাকে বিবাহ 
করেন।শারীরীক ভাবে মিনারা স¦াভাবিক থাকলেও তার দু’হাতে কোন আঙ্গুল নেই।দুই হাতের কব্জির সাহায্যে কলম ধরে সে এখন পর্যন্ত লেখা-পড়া চালিয়ে আসছে। 
বাবা রফিকুল ইসলাম দিনমজুর।নুন আনতে পানতা ফুরায়,অভাবের সংসার তার।নদী ভেঙ্গে পাউবো বাঁধে 
আশ্রয় নিয়েছিলেন তিনি। হঠাৎ পাউবো বাঁধে আশ্রিতদের বাড়ী ভেঙ্গে দিয়েছে কর্তৃপক্ষ।
পরেরজায়গার আশ্রয় নিয়ে কোন রকমে পরিবার নিয়ে দিনাতিপাত তার।সমাজসেবা অধিদপ্তর থেকে মাসিক 
৬০০টাকা হারে বরাদ্দ হয় মিনারার নামে একটি প্রতিবন্ধি ভাতা।এ টাকায় চলতো তার লেখা-পড়ার খরচ। 
ভর্তির জন্য কুড়িগ্রাম কলেজে পূর্বের ভর্তি বাতিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় 
২০হাজার টাকা প্রয়োজন।এছাড়াও ভর্তি হয়ে শিক্ষা জীবনে বাকী পথ কিভাবে পাড়ি দিবে তা তার জানা 
নেই। মিনারার বাবা রফিকুল ইসলাম মেয়ের উচ্চ শিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যাক্তিদের সাহায্য সহযোগীতা কামনা করেছেন। যোগাযোগ-০১৭০৪-৩১১১৯২


মোঃ রুবেল মিয়া 
চিলমারী, কুড়িগ্রাম সংবাদদাতা 
মোবাইলঃ০১৯২৬-৪৯৬৬৬২



 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ