ঢাকা , রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ , ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত নিরীহ ভ্যান চালক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৪ ০২:৩২:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০২:৩২:৫৪ পূর্বাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত  নিরীহ ভ্যান চালক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত নিরীহ ভ্যান চালক
আব্দুল্লাহ আল মোমিন 
পাবনা জেলা প্রতিনিধি

খলিল পুর নতুন বাজার মু্ক্তি যোদ্ধা ক্লাবের সামনে ফাকা রাস্তার উপর চিন্তাইয়ের ঘটনা ঘটেছে গত ১৪.১০ ২০২৪ ইং তারিখ (সোমবার)ঘটনার বিবরনে জানা যায় প্রতিদিনের মতোই গত ১৪.১০ ২০২৪ ইং তারিখে ভ্যান চালক মোঃমোমিন খান(২৯) পিতা মোঃআব্দুল গফুর খান ভ্যান নিয়ে মালিকের পন্য ডেলিভারি দিয়ে খলিল পুর বাজারে এলে রবিন মন্ডল পিতা হেলাই মন্ডল সাং মুরারীপুর,সাগর কান্দি  ইউনিয়ন , থানা আমিন পুর, সহ আরো ৪/৫জন ব্যাক্তি তাহার ভ্যান গতিরোধ করে মোমিনের কাছ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করতে গেলে মোমিন চিৎকার করে।চিৎকার শুনে আশেরপাশে পাশের লোক ছুটে এলে দেখতে পায় আহত মোমিনকে ধারালো অস্র দিয়ে ঘারের উপর আঘাত করে জখম করে আহত মোমিনের নিকট হতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে দ্রত ঘটনাস্থল ত্যাগ করে।আহত মোমিনের অবস্থা গুরুতর হওয়াতে স্থানীয়রা তাকে সি এন জি করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসে। এব্যাপারে আমিনপুর থানা অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক দিগন্তর প্রতিনিধিকে জানান থানায় মামলা হয়েছে। আইনের মাধ্যমে আসামী অভিযোগ প্রমানিত হলে অবশ্যই আসামীদের বিরুদ্ধে ব্যাবস্তা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ