নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সরকারি চাকরি পাবে না, ফেসবুকে উপদেষ্টা আসিফ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৪ ১২:১৫:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৪ ১২:১৫:০২ পূর্বাহ্ন
নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’
উপদেষ্টা আরও লেখেন, ‘ফলে আসন্ন সার্কুলারগুলোয় সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ-বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।’
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স