ঢাকা ঢাকা জেলার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১০-২০২৪ ১১:৪৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১০-২০২৪ ১১:৪৩:০৫ অপরাহ্ন
ফাতেমা আক্তার মাহমুদা স্টাফ রিপোর্টার রিপোর্টার ঃঃ র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।
ঢাকা ঢাকা জেলার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামী সেলিম মন্ডল (৫২) (বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাতে ঢাকা জেলার মিরপুর-৬ এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামী সেলিম মন্ডল (৫২), সাং-আকরান, থানা-সাভার, জেলা-ঢাকা কে গ্রেফতার করতে সমর্থ হয়। ।
ঢাকা ঢাকা জেলার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামী সেলিম মন্ডল (৫২) (বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে র্যাব।
জড়িত বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত আগস্ট ২০২৪ মাসে ধৃত আসামী সেলিম মন্ডল (৫২) এর নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। উক্ত ঘটনায় সাভার থানাধীন সাভার বাজার এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়ের পর হতে আসামী সেলিম মন্ডল রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। উল্লেখ্য যে, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিগত সময় সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে। । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স