ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ , ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে মটর শ্রমিক ইউনিয়ন-এর কার্যকরী পরিষদ কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:১০:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:১০:৪৬ পূর্বাহ্ন
রংপুরে মটর শ্রমিক ইউনিয়ন-এর কার্যকরী পরিষদ কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন
আজ ২ নভেম্বর শনিবার কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ গংসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও মটর শ্রমিক ইউনিয়ন-এর কার্যকরী পরিষদের কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন করেছেন রংপুর বাস টার্মিনালের হেলপার,  ড্রাইভার, কন্ট্রাক্টর সহ রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সদস্যরা।

জানা যায়, রংপুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মজিদ তার গংসহ দীর্ঘ ১৬ বছর যাবৎ কেন্দ্রীয়  বাস টার্মিনাল, রংপুরে অবৈধভাবে চাঁদাবাজি, দখল সহ  নানান দূর্নীতি করে আসতেছিলো।  

মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা জানান, শ্রমিকলীগের  নেতাকর্মীরা রাজনীতির নামে অস্ত্র মজুত করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসতেছিলো।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাল আজাদ রোডস্থ জাতীয় শ্রমিক লীগের অফিস থেকে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায় রংপুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ সহ তার গংবাহিনী।
  তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের শাজাহান খান এমপি,  এ্যাডভোকেট ডালিয়া সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হতো। তারা সাধারণ সদস্য, ড্রাইভার, হেলপার,  কন্টাক্টর সহ শ্রমিকদের কোন প্রোগ্রামে কথা বলতে দিতো না।  তাদের বিভিন্ন অনুদান সহ বিভিন্ন সহযোগিতা ও অধিকার হতে বঞ্চিত করে রাখতো।

এ বিষয়ে মটর শ্রমিক নেতা মশিউর রহমান জানান, বাংলাদেশে দালাল ও ফ্যাসিবাদদের  জায়গা হবে না।
ফ্যাসিবাদ সরকারের পতন হলেও তাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি।  ফ্যাসিবাদী ও দালালরা এখনো সক্রিয় রয়েছে।  তাদের এখনো গ্রেফতার করা হয়নি।  তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দ্রত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ও সেই সাথে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী পরিষদ কমিটি বিলুপ্তি করে নতুন করে কার্যকরী কমিটি নির্বাচন দেওয়ার দাবি জানাই

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ