ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১১:৪১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১১:৪১:০৪ অপরাহ্ন
সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব ​সংবাদমাধ্যমের ওপর হামলা কিংবা কোনো প্রকার আক্রমণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ।
সংবাদমাধ্যমের ওপর হামলা কিংবা কোনো প্রকার আক্রমণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান শফিকুল আলম।

তিনি বলেন, গত ১৫ বছর অনেক সাংবাদিক স্বৈরাচারের কণ্ঠস্বর ছিল। অনেক সাংবাদিক সহিংসতাকে উসকানি দিয়েছে। অনেক গণমাধ্যমে অন্ধের মতো স্বৈরাচারকে সমর্থন করেছে। তবুও আমরা কোনো গণমাধ্যম বন্ধ করছি না।

তবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে জানিয়েছেন প্রেস সচিব।

এর আগে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্তের কথা জানান শফিকুল আলম। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। দ্রুতই আরেকটা নতুন আইন তৈরি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ