বাম থেকে বিএনপি নেতা আকরাম উদ্দিন রনি, মো. আলমগীর কবি ও মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী
নোয়াখালীতে বিএনপির তিন নেতা বহিষ্কার
আপলোড সময় :
১৩-১১-২০২৪ ০৭:৫৩:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৪ ০৭:৫৩:২১ অপরাহ্ন
নোয়াখালী হাতিয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টপির সাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
জানা যায়, উপজেলা বিএনপির সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর তাদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান অ্যাডভোকেটের কাছে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির বিরুদ্ধে ভূমি দখল, ঘাট বাণিজ্য, অবৈধভাবে অন্যের ব্যাবসা প্রতিষ্ঠান দখলসহ সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের হাতিয়া উপজেলার স্ব-স্ব পদ থেকে অব্যহতি দেওয়া হয়। তাছাড়া আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স