ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাম থেকে বিএনপি নেতা আকরাম উদ্দিন রনি, মো. আলমগীর কবি ও মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী

নোয়াখালীতে বিএনপির তিন নেতা বহিষ্কার

আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৭:৫৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৭:৫৩:২১ অপরাহ্ন
নোয়াখালীতে বিএনপির তিন নেতা বহিষ্কার
নোয়াখালী হাতিয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টপির সাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলা বিএনপির সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর তাদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান অ্যাডভোকেটের কাছে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির বিরুদ্ধে ভূমি দখল, ঘাট বাণিজ্য, অবৈধভাবে অন্যের ব্যাবসা প্রতিষ্ঠান দখলসহ সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের হাতিয়া উপজেলার স্ব-স্ব পদ থেকে অব্যহতি দেওয়া হয়। তাছাড়া আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ