ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধ গ্রেফতারি পরোয়ানা গৃহায়ন ও গণপূর্ত সাবেক মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু এর নামে।

আপলোড সময় : ১৬-১১-২০২৪ ১২:২৪:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ১২:৫১:২৩ পূর্বাহ্ন
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধ গ্রেফতারি পরোয়ানা গৃহায়ন ও গণপূর্ত সাবেক মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু এর নামে। আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধের ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু এর বিরুদ্ধে বের হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গত পাঁচ ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের দাবিতে রাজধানীর আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ একটি মুখোশবাহী পালিত গুন্ডাবাহিনী গুলি দ্বারা নিহত ও আহত হন বেশকিছু সাধারণ মানুষ।
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধের ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু এর বিরুদ্ধে বের হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 
গত পাঁচ ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের দাবিতে রাজধানীর আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ একটি মুখোশবাহী পালিত গুন্ডাবাহিনী গুলি দ্বারা নিহত ও আহত হন বেশকিছু সাধারণ মানুষ।
এই নিয়ে গত ১ই অক্টোবর ২০২৪ মঙ্গলবার আশুলিয়া বিজ্ঞ আদালতে এক মামলা দায়ের করা হয়। 
যাহা  সি.আর, মামলা নং - ১৩১৬/২০২৪ (আশুলিয়া)। ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৬/৩০৭/৩২৫/৪৩৫/২০১
৩৪ যা দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য এবং এগুলোর পিছনে মাস্টারমাইন্ড মুখোশধারী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু সূত্রে জানা যায়। এই নির্বাহী প্রকৌশলী পিছনে থেকে তাহার একদল গুন্ডাবাহিনী পরিচালনা করে থাকেন। এই বিষয় নিয়ে গুলিবিদ্ধ জাফের আলী সরদার গণমাধ্যম কর্মীদের এই তথ্য প্রকাশ করেন। 
জাফের আলী সরদার নওগাঁর আত্রাই থানার কসবা এলাকার জাহেদ সরদারের ছেলে। জাফের আলী বলেন, আমার উপর এই বর্বর হামলার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তি চাই।
এই বিষয়ে গণমাধ্যম কর্মী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমার এখন ঢাকার ভাইরে পোস্টিং এই বিষয়ে আমি কিছু জানি না। তাকে একাধিকবার মুঠোফোন কল দেওয়ার পরও উনি কোন বিষয় এ সাক্ষাৎ দিতে রাজি হননি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে শত শত কোটি টাকা সম্পদ ও নগদ অর্থ নেয়ার। এবং আরো জানা যায় উনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মশৎ করে অল্প কিছু দিনের মধ্যে দেশের বাহিরে বাড়ি গড়ে তুলেছেন।  গড়ে তুলেছেন নিজ এলাকায় পটুয়াখালীতে নাহিয়ান ব্রিকস ফিল্ড,পটুয়াখালী কলেজ রোডে ডুপ্লেক্স বাড়ি,পটুয়াখালী সদর উপজেলায় কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধারান্দি গ্রামে ৫ একর জমি,পটুয়াখালিতে নেক্সাস নামে একটি গামেন্টস এর শোরুম, সাভারে ১০ কাঠার একটি প্লট, ঢাকা ধানন্ডির সেন্ট্রাল রোডে একটি ফ্ল্যাট, বেইলী রোড মোর একটি ফ্ল্যাট, এছাড়াও রয়েছে নামে  বেনামে  নিজের বাড়ির লোকজন ও শ্বশুর বাড়ির লোকজন নামে গড়া সম্পদ । যার কথা বলছি তিনি, পটুয়াখালি সদর থানার মো: আব্দুস ছালাম মৃধার ছেলে মো. সাইফুজ্জামান চুন্নুর। যিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী। কিছুদিন আগেই তিনি গণপূর্ত অধিদপ্তরের মিরপুর গণপূর্ত বিভাগে ছিল। এমন কোনো দুর্নীতি বা অনিয়ম নেই যা তিনি করেন না। সাইফুজ্জামান চুন্নু সাবেক গনপূর্ত  প্রতিমন্ত্রীর কাছের লোক দাবি করায় কেউ তার বিরুদ্ধে কোনো শব্দ করতেন না। বর্তমানে তিনি গনপূর্ত মন্ত্রীর, হায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো:সাইফুজ্জামান চুন্নু। গণপূর্ত মেট্রো যোনের প্রধান শিকদার আস্থাভাজন হওয়ায় নির্বিচারে নানা অনিয়ম দুর্নীতি করে বেড়াচ্ছেন।
 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ