ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বহুল আলোচিত উমেদার আব্দুস সোবহান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০২:৩৭:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০২:৩৭:৩৭ পূর্বাহ্ন
বহুল আলোচিত উমেদার আব্দুস সোবহান বহুল আলোচিত উমেদার আব্দুস সোবহান
সোবহানের শুধু ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট প্লট ও বাড়ি,তিনি চাকরি  করেন মোহাম্মদপুর সাব রেজিস্টার অফিসে, কি করে সম্ভব এতো সম্পত্তির মালিক হওয়া? যা কিনা একজন সাব রেজিস্টারও হতে পারেননি ,এমন প্রশ্ন অনেকের মনে। বিভিন্ন সূত্রে রেজিস্ট্রি  অফিসের সামনে অনেক পুরাতন দোকানীএবং সাব রেজিস্টারে অফিসে কর্মরত পুরাতন স্টাফদের কাছে জানা যায় এই রেজিস্ট্রি অফিসের ইট পাথর ও আব্দুস সোবাহানকে চিনেন, ডেইলি ৬০ টাকা বেতনের চাকরি করা উমেদার আব্দুস সোবানি এই রেজিস্ট্রি অফিসের বর্তমান হর্তা কর্তা। রাজধানীর মোহাম্মদপুরে রয়েছে কয়েকটি বাড়ি,ফ্ল্যাট,নামে বেনামে রয়েছে প্লট, দামী গাড়ি অথচ তিনি  চাকরি নিয়েছেন ২০১৪ সালে। এই নয় বছরে কি করে সম্ভব এক জন উমেদার হয়ে এতো সম্পত্তি মালিক হওয়া? প্রশ্ন থেকে যায়। এর মধ্যে ঢাকা রিং রোডে রয়েছে ফ্ল্যাট, আদাবর এলাকায় রয়েছে একটি বহুতল ভবন,বাইতুল আমান হাউজিং এ রয়েছে আরো একটি বাড়ি এছাড়াও, আদাবরে রয়েছে ২টির অধিক ফ্ল্যাট সহ কাটাসুর এলাকায় রয়েছে আরো একটি বড়ি, অন্য এক সূত্রে থেকে জানা যায়,তার বসিলা সিটিতেও রয়েছে একটি জমি, এবং রামচন্দ্র পুর মৌজায় কিনেছে বেশ কিছু জমি।

গত ২৫ সেপ্টেম্বর উমেদার আব্দুস সোবানের সাথে সাক্ষাৎ করতে গেলে ৩ ঘন্টা পর তার দেখা মেলে,তার এই বিষয়সম্পদের বিষয় জানতে চাইলে তিনি বলেন,এগুলো অনেক আগের ঘটনা।উল্লেখিত সম্পত্তি কি আপনার এমন প্রশ্নে তিনি বলেন হ্যা, জানতে চাইলাম এ-তো সম্পত্তি কিভাবে করেছেন?
তিনি বলেন এগুলো ২০০০ এবং ২০০১ সালের আগের কেনা। 
তখন কি করতেন জানতে চাইলে তিনি বলেন তখন আমি ইলেকট্রনিক ব্যবসা এবং মিস্ত্রি ছিলাম। ইলেকট্রনিকের কাজ করে যদি এতো সম্পত্তি করা যায় তাহলে এই সরকারি চাকরি করতে কেনো এসেছেন এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই।

মেহাম্মদপুর সাব রেজিষ্ট্রার কার্যালয়ে কর্মরত এই সোবহান দলিলের পাতা পরিবর্তন, ভলিউম ছেড়া ঘষা-মাজা- কর্মকর্তাদের নামে বেনামে ঘুষ আদায়সহ নানা অপকর্ম তিনি করে থাকেন। বিনিময়ে সুবিধা ভোগীদের কাছ থেকে নিয়ে থাকেন লক্ষ লক্ষ টাকা।
তার বিষয় মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিলে,নাম প্রকাশ না করার শর্তে, কয়েকজন বলেন , মোহাম্মদপুর হাউজিং এলাকা হওয়ায় তিনি টাকার বিনিময় সরকারি একাধিক খাস জমি ব্যক্তি মালিকানায় করে দিতেন সুবিধাভোগী ব্যক্তিদের কাছ থেকে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা।
উমেদার আব্দুর সোবহানের বিষয় রয়েছে আরো একাধিক তথ্য এমনকি স্থানীয় কাউন্সিলর হাসু কাসুর জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন এবং তার খাস লোক হিসেবেই পরিচিতি লাভ করেছে আদাবরে স্থানীয় ব্যক্তিদের কাছে। সাব রেজিস্ট্রার শাহিন আলম,৩০/০৫/২০২৩ এ যোগদান করেন রেজিস্ট্রি অফিসে। এবং প্রতিটি জমি রেজিস্ট্রি কালীন সময় উমেদার আব্দুল সুবাহান ছাড়া যেন  এজলাসে ওঠেন না এই সাবরেস্টার। প্রতিটি সাবরেস্টারের কাছেই যেন উমেদার আব্দুস সোবান স্বর্ণের ডিম পাড়া একটি হাস । বেবী আপা নামে বয়স্ক এক ভদ্র মহিলা তিনি বহুৎ বছর ধরে কাজ করছেন এই সাবরেসটার অফিসে । তার কোন পথ পদবী না থাকলেও সেও যেন সোবানের আস্থাভাজন হওয়ার কারণে রুমে ঢুকতে গেলে কিছু ফর্মুলা তার কাছে উপভোগ করতে হয় । বেবী সবার থেকে পুরাতন কর্মচারী হওয়ার কারণে তার দায়িত্ব যেন একটু বেশিই বটে। বাবুদের সাথে কথা বলতে আসা সাংবাদিকদের রপ্ত করেছেন খুব সহজেই, প্রশ্ন এবং উত্তরে সবই যেন তার জানা। কোন জমি রেজিস্ট্রি হলে সুপারিশ না করলেও  নগত অংকটা চলে আসে খুব সহজেই তার হাতে, কোম দিলে হবে না, একটু বাড়তি দিতে হবে। উমিদার আব্দুস সোবহান  এর লোক বলে কথা। এককথায় মোহাম্মদপুর সাব রেজিস্টার অফিসে কোন কাজ করতে গেলে অবশ্যই উমেদার আব্দুল শরণাপন্ন হতেই হবে। উমেদার আব্দুস সোবান খুবই ব্যস্ত থাকেন তার অফিস টাইমে কেননা তার সময়ের প্রতিটি মূল্য অনেক বেশি। একজন সাব রেস্টারের থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন উমেদার আব্দুস সোবান।

১ .বাইতুল আমান হাউজিং এ পরিবার সহ বসবাসের জন্য ৩২০০স্কয়ার ফিটের ফ্লাট।
২ . ঢাকা হাউজিং এ দুটি বাড়ি (আদাবর বাজারের সামনে ১ নম্বর রোড এর আগে)
৩ . শ্যামলী হাউজিং আছে দুইটি বাড়ি (দ্বিতীয় প্রকল্পের ভিতরে এবং তৃতীয় প্রকল্পের ভিতরে) 
 ২৪/০৩ ঢাকা হাউসিং বাড়ি শরীয়তপুরে,  এক সময় আব্দুস সোবাহান  রেজিঃ অফিসের ড্রাইভার ছিলেন, ওর মেয়ের জামাইয়ের আলমাহাবুবের ফাস্ট ফুড এর 
 হাঙরি ক্লিয়ার দোকান আছে, ২ ছেলে ১ মেয়ে, আদাবর ১০ এ ১ টা  বাড়ি আছ,
সানমুন টেইলর এ সোবহান সাহেবের বৌ প্রতিমাসে মিনিমাম ৫০ থেকে ৬০ হাজার টাকার মার্কেটিং করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ