ভোলার- বোরহানউদ্দিন উপজেলায় ছেলের নির্যাতন সইতে না
বোরহানউদ্দিনে ছেলের নির্যাতন অভিযোগ বৃদ্ধ বাবার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৪ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৪ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
ভোলার- বোরহানউদ্দিন উপজেলায় ছেলের নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা আঃ রব (৬০) আজ রবিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বৃদ্ধ আঃ রব বলেন- আমার ৫ ছেলে যার যার পরিবার নিয়ে ভিন্ন বসবাস করেন। আমার তিন নাম্বার ছেলে জসিম ৩-৪ বছর আগে জমি কিনেন, সেই জমি আমি অন্য একটি দাগে জসিমকে দখল দেই, জসিম সেই দাগের জমি ও অন্য আরেকটি দাগের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে, এই নিয়ে গ্রামে একাধিকবার শালিশ হয়, সেই শালিশও সে মানেনা। আজ সকাল ৮ টার দিকে আমার জমিতে ঘর উত্তোলনের জন্য লোকজন নিয়ে এলে, আমি বাঁধা দেই, একপর্যায়ে আমার গায়ে হাত তোলে, এমনকি এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আমার পুরো শরীর পুলা জখম করে, জসিম ও তার ছেলে ফরহাদ, আমি বেহুশ হয়ে মাটিতে পরে গেলে স্হানীয়রা আমাকে বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
ছেলের নির্যাতনে বৃদ্ধা বাবা তার জোরপূর্বক দখলে নেওয়া জমি ফিরে পাওয়ার আকুতি সমাজের ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট।
আঃ রব আরও বলেন, ‘আমি আমার স্ত্রীকে নিয়ে বাঁচার জন্য দুই বছর আগে কিছু জমি বিক্রি করেছি। আমি তাঁর ভয়ে বাড়িত যাইতে পারি না। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন- ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ পেয়েছি।(এসআই) নাজমুলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স