ফক্স নিউজের সঞ্চালককে পরিবহনমন্ত্রী বানালেন ট্রাম্প
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১১-২০২৪ ০১:০২:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৪ ০১:০২:১২ পূর্বাহ্ন
ফক্স নিউজের সঞ্চালককে পরিবহনমন্ত্রী বানালেন ট্রাম্প
উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে পরিবহনমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহন সংক্রান্ত নীতিমালার দায়িত্বে থাকবেন।
ট্রাম্প ইতোমধ্যে পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের অঙ্গীকার করেছেন। এই কাজের কেন্দ্রে থাকবেন ডাফি। ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়ভার থাকবে ডাফির কাঁধে। এছাড়া তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চহার, যা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে।
পরিবহনমন্ত্রী হিসেবে শন ডাফির নাম ঘোষণার বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।
ট্রাম্প জানান, উইসকনসিনে কংগ্রেসের ডেমোক্র্যাটিক সতীর্থদের সঙ্গে বড় কিছু সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে ডাফির। কংগ্রেসে ডাফি 'আর্থিক বিষয়ে দায়িত্বশীলতা' নিয়ে প্রচারণা করেছেন, যা প্রশংসনীয়।
নিজের অনুভূতি ও প্রত্যাশার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শন ডাফি সম্প্রতি লেখেন, আপনাদেরকে পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে আমি খুবই আগ্রহী।
প্রসঙ্গত, বাইডেন প্রশাসনের বরাদ্দ দেওয়া ১১০ বিলিয়ন ডলারের বাজেট থাকবে ডাফির হাতে। ২০২১ সালে বিগত প্রশাসন নতুন করে পরিবহন অবকাঠামো আইন সংস্কার করে এবং বিদ্যুৎচালিত গাড়ি চার্জ করার স্টেশন নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থের বরাদ্দ দেয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স