ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৪১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৪১:৪৬ অপরাহ্ন
পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা


পাবনার সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামে আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
তিনি বলেন, ‘রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা বাকুলকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
চলতি মাসেই পাবনায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা
পাবনা জেলা প্রতিনিধিঃ মোঃ   আফজাল শরিফ

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ