ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় চাঁদা না দেওয়ায় দুইজনকে পিটিয়ে আহত

ভোলায় চাঁদা না দেওয়ায় দুইজনকে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:২৪:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:২৪:১৩ পূর্বাহ্ন
ভোলায় চাঁদা না দেওয়ায় দুইজনকে পিটিয়ে আহত
 সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে ড্রেজার দিয়ে জায়গা ভরাট করে, সেলিম ডাক্তার। ড্রেজার মালিক ফারুক ডালির কাছে চাঁদা দাবি করেন, একটি কুচক্র মহল। ১৭.১১.২০২৪ ইং তারিখ সকাল ১০ টার সময় সেলিম ডাক্তার, ড্রেজার মালিক ফারুক ডালির কে  এক লক্ষ টাকা দেন। এরমধ্যে একটি  চাঁদাবাজ চক্র ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা হলেন  ইউসুফ, মাইনুদ্দিন, এরশাদ, মোতালেব। এসময় জমির মালিক সেলিম ডাক্তারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন চাদাবাজরা।চাঁদা না দিলে জমি ভরাট করতে দিবেন না চক্রটি সাব জানিয়ে দেন। ড্রেজার মালিক ফারুক ডালির কাছে আরও
কয়েকদিন আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, ড্রেজার মালিক ভয়ে আতঙ্ক হয়ে তাৎক্ষণিক চক্রটিকে ৪ হাজার টাকা দেন।

আজকে আবার বাকি টাকার জন্য এসেছেন,জমির মালিক যে টাকা দিয়েছেন সেই টাকাও নিয়েছেন। জমির মালিক সেলিম ডাঃ  বলেন, তারা পাঁচ ছয় জনে মিলে আমাদের উপর ব্যাপক হামলা চালায় তাদের দেওয়া আঘাতে আমার মাথা ফেটে যায়, আমার মাথা এখন খুবই খারাপ অবস্থা এবং আটটি সেলাই লেগেছে

তিনি আরও বলেন, আমার অপরাধ শুধু এগিয়ে আসলাম কেন। ড্রেজার মালিকের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা  অতর্কিতভাবে হামলা করেন, আমি এগিয়ে আসলে আমার উপরেও হামলা চালায়

সেলিম ও ফারুক বলেন, এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমাদের।

এই সন্ত্রাসীরা আমাদের দুজনের উপর অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে। আহতরা ভোলা সদর হাসপাতাল ভর্তি ২৩ ও ২৪ নং বেটে চিকিৎসাধীন অবস্থায়।

এ ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসী এদের হাত থেকে বাঁচতে চান প্রশাসনের কাছে জোর দাবি করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ