ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে যুবাদের দুইয়ে ‘২’

এশিয়া কাপে যুবাদের দুইয়ে ‘২’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১২-২০২৪ ১০:৪২:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ১০:৪২:২৪ অপরাহ্ন
এশিয়া কাপে যুবাদের দুইয়ে ‘২’
প্রথম ম্যাচে সেঞ্চুরির পর নেপালের বিপক্ষেও ফিফটি করে দলকে জেতালেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫২ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে আরেকটি জয় এনে দেন তিনি। ১২৮ বল বাকি রেখে জিতে পয়েন্ট তালিকার দুইয়ের ভিত শক্ত করলেন যুবা টাইগাররা।

দুবাইতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন ওপেনার জাওয়াদ আবরার। আগে ব্যাটিং করা নেপাল মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন।
সহজ লক্ষ্য তাড়া করতে এসে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে ৯০ রানের জুটি হয় ওপেনার জাওয়াদ আবরারের। ২০তম ওভারে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে জোড়া উইকেট নেন যুবরাজ খাত্রী। ২৮তম ওভারে আবারও হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। শেষ দুই বলে নেন দুই উইকেট। কিন্তু উদযাপনের চাপে চোট লেগে সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তার। আর বোলিংয়ের সুযোগ মিলল না তরুণ এই পেসারের। ততক্ষণে ম্যাচও জিতে নেয় বাংলাদেশের যুবারা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ