ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ড্রিম লুক বিউটি জোন আধুনিক মানের বিউটি পার্লার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৪:৩৮ অপরাহ্ন
ড্রিম লুক বিউটি জোন আধুনিক মানের বিউটি পার্লার উদ্বোধন ড্রিম লুক বিউটি পার্লার

ড্রিম লুক বিউটি জোন আধুনিক মানের বিউটি পার্লার উদ্বোধন

স্টাফ রিপোর্টার রংপুর 

দ্বিতীয়বারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিউটি পার্লার 'ড্রিম লুক উদ্বোধন কার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের লালবাগ রেলগেট রোডের পাশে আওয়াল মার্কেটে ফিতা ও কেক কেটে বর্ণিল আয়োজনে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুমা আক্তার প্রেমা (ইন্ডিয়া থেকে ট্রেনিংপ্রাপ্ত)। তার প্রথম প্রতিষ্ঠান রংপুরের পীরগন্জের প্রেমা বিউটি পার্লার, এবার শহরের লালবাগে দ্বিতীয় পাল্লার উদ্ভোদন করলেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের পরিচালক রুমা আক্তার প্রেমা ও তার পরিবারবর্গ সহ শুভাকাঙ্ক্ষীগণ ,রংপুরের বড় বড়  ইউটিউবার, টিকটকার ও সাংবাদিক বৃন্দগন উপস্থিত ছিলেন 

উল্লেখ্য, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটিতে
সার্ভিসসমূহ  ব্লু নাক ফুটা কান ফুটো করা হয়, মেনিকিউর ও পেডিকিউর  করা হয়, হেয়ার কাটিং ও তিল উঠানো হয়,হায়ড্রা,বিবি-গ্লো ফেসিয়ালসহ যেকোনো ফেসিয়াল সার্ভিস দেওয়া হয়, হেয়ার রিবনডিং,কেরোটিন,বোটক্স,চুল কালার করা হয়,ব্রাইডাল ও পার্টি সাজ সহ সকল ধরনের মেকাপ সার্ভিস দেওয়া হয়, এখানে সৌন্দর্য চর্চা করার সময় বাচারা যেন বিরক্তি বোধ না করে সে সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ