পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে প্রস্তাব জমা দিয়েছে বিএনপি।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-১২-২০২৪ ০২:১৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১২-২০২৪ ০২:১৭:৪৮ অপরাহ্ন
পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেনের কাছে এই প্রস্তাব জমা দেয় দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক স্বরাষ্ট্রসচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে প্রস্তাব জমা দিয়েছেন।
জানতে চাইলে এস এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সংস্কারে বিএনপির দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স