আওয়ামী লীগের সভাপতিকে সরকারি জমি দখলের সহায়তা করলেন ইসলামী আন্দোলনের সভাপতি
আওয়ামী লীগের সভাপতিকে সরকারি জমি দখলের সহায়তা করলেন ইসলামী আন্দোলনের সভাপতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৬:৪৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১২-২০২৪ ০৬:৪৫:৪৮ অপরাহ্ন
বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ড আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জ সদর রোড সংলগ্ন শ্রীমন্ত নদীর তীরে সরকারি খাস জমি ও শ্রীমন্ত নদীর তীরের জমি দখল করে দীর্ঘদিন থেকে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন।
সম্প্রীতি সময়ে ওই দোকান ঘর ভেঙ্গে বড় করে নতুন দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন বিনয় কুন্ড।
সরকারি খাস জমি ও নদীর জমি দখল করে দোকান ঘর নির্মাণের বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে গত ৫ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট'র নির্দেশে সার্ভেয়ার ফোরকান হোসেন ও কানুনগো আফজাল হোসেন সরেজমিনে গিয়ে ওই দোকান ঘর নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) ছুটির দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম হোসেনের নির্দেশ অমান্য করে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সহযোগিতায় আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ড দোকান ঘর নির্মাণ কাজ পুনরায় শুরু করে।
সরকারি জমি দখল শুক্রবার বন্ধের দিন দোকান ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলার এশিয়ান টিভির প্রতিনিধি ইমরান খান সালামসহ কয়েকজন সাংবাদিক সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের বিষয় জানতে চাইলে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া তার দলবল নিয়ে এসে সাংবাদিকদের গালাগাল ও চাঁদাবাজ বলে হেনস্থা করেন।
বিষয়টি সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ঘটনাস্থলে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, মাই টিভির প্রতিনিধি মিজানুর রহমান, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাইনুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা ঘটনাস্থানে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানালে তিনি সেখানে সদর রোড গিয়ে সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ডকে উপজেলা ভূমি অফিসে ডেকে এনে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে মুচলেকা নেন। এসিল্যান্ডের কার্যালয়ে সুপারিশের জন্য দলবল নিয়ে হাজির হন ইসলামি আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া।
এ সময় রোকন ডাকুয়া আওয়ামী লীগের সভাপতি বিনয় কুন্ডর পক্ষ নিয়ে ভূমি অফিসের কার্যালয়ে সাংবাদিকদের সাথে তর্কে জড়ান। বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ সময় সাংবাদিকরা রোকন ডাকুয়ার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেননি। রোকন ডাকুয়ার সাথে থাকা লোকজন সাংবাদিকদের মিথ্যা মামলার হুমকি দেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম ইশমাম বলেন, সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয় সিদ্ধান্ত দেয়া হবে ।
নিলুফা আকতার
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স