ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সালামত হাওলাদারের হাতে আলাদিনের চেরাগ।

সালামত হাওলাদারের হাতে আলাদিনের চেরাগ।

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৭:০৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৭:০৭:২৫ অপরাহ্ন
সালামত হাওলাদারের হাতে আলাদিনের চেরাগ।
 আদাবরে ৩০ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি সালামত হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অভিযোগ।

ঢাকা মহানগর উত্তরের (বিএনপি) এর আদাবর থানাধীন ৩০ নং ওয়ার্ডের সভাপতি সালামাত হাওলাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে  মামলা বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানাই, সালামত হাওলাদার ৩০ নং ওয়ার্ডের সভাপতি হলেও গণ্ডি পেরিয়ে দারুস সালাম থানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে । সালামত হাওলাদার দলীয় ক্লাবের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসি , চেয়ার, টেবিল সহ অন্যান্য সরঞ্জাম  কেনার  জন্য চাঁদা দাবি করে । এগুলো কিনে দেওয়ার জন্য অথবা নগদ অর্থ নির্ধারণ করে দেওয়া হয় এক এক প্রতিষ্ঠানকে। ক্লাবে এসি কেনার জন্য একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত ত্রিশ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল। সে মোতাবেক অনেকে  সেই পরিমাণ চাঁদা দিলেও অনেকে দিতে পারে নাই আবার অনেকে কাছে থেকে  কমবেশি করে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। শুধু চাঁদা নিয়ে ক্ষান্ত হননি পর্যাপ্ত টাকা যে সব ব্যবসায়ীরা না দিতে পেরেছে ওই সব ব্যবসায়ী সহ কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন  মিথ্যা অভিযোগের ভিত্তিতে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে বলেও অভিযোগ আছে । আবার শুধু মামলা দেই ক্ষ্যান্ত হাননি ওইসব ব্যক্তিদের বাসায় ডেকে এনে মামলা থেকে নাম কেটে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করেছে বলেও সূত্রে জানা গেছে। আবার অনেকের কাছ থেকেও বিভিন্ন অংকের টাকা নিলেও তাদের নাম এখন পর্যন্ত মামলা থেকে তুলে নেয় নি উল্টো আবারও মোটা অংকের টাকা দাবি করে আসছে তাদের কাছে। টাকা না দিলে আবার নতুন মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকিয়ে দেওয়া হচ্ছে। তিনি বিএনপি কর্মীদেরও আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দিয়েছেন মামলা  অথচ তিনি নিজেই পতিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে এই হামলা, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে যাচ্ছেন। এসব সাধারণ ব্যবসায়ীদের দাবি আমরা  শান্তিতে সুস্থ ভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। আমাদের জন্য চাঁদা দিয়ে ব্যবসা-বাণিজ্য না করা লাগে আবার চাঁদা না দিলে যেন হয়রানুমূলক এই ধরনের মিথ্যা বানোয়াট মামলার মাধ্যমে আমাদেরকে  যেন হয়রানি কোনোভাবেই না হয় সেই নিশ্চয়তা আমরা সরকারের কাছে কামনা করি সেই সাথে  প্রশাসনিক কঠোর নিরাপত্তা আমরা আশা করি। এবং বিগত দিনের চাঁদাবাজি এবং মিথ্যা হয়রানিমূলক মামলার দৃষ্টান্তমূলক  বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে চাওযার উদ্দেশ্যে সালামত হাওলাদারের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বিস্তারিত থাকছে আগামী পর্বে-----

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ