ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সমমনাদের সঙ্গে কথা বলে কর্মসূচি দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:৫৪:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:৫৪:১৯ পূর্বাহ্ন
সমমনাদের সঙ্গে কথা বলে কর্মসূচি দেবে বিএনপি



সমমনাদের সঙ্গে মতবিনিময় শেষে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা যারা একসঙ্গে (যুগপৎ আন্দোলন) ছিলাম, তাদের সবার সঙ্গে মতবিনিময় করছি। মতবিনিময় শেষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও এই বৈঠকে অংশ নেন। লেবার পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান অবশ্য বলেছেন, ‘আমরা চাচ্ছি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা সে জন্য লড়াই করছি। এই লড়াই আরও তীব্র হবে, নির্বাচনের দাবিতে আমরা যার যার জায়গা থেকে আমরা নতুন কর্মসূচি গ্রহণ করব।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ